Posts

Showing posts from June, 2022

নেপালের রাজধানী কাঠমুন্ডুতে প্রচুর পরিমাণে বর্জ্য ও আবর্জনা স্তূপীকৃত, নাজেহাল জনজীবন

নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্রচুর পরিমাণে বর্জ্য ও আবর্জনা রাস্তার পাশে স্তুপীকৃত হয়ে আছে। ফলে এক অস্বস্তিকর সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাসহ বিদেশী পর্যটকদের। গত কয়েক সপ্তাহ ধরে কাঠমান্ডু শহরের বাইরে নির্ধারিত আবর্জনা ফেলার স্থান (ল্যান্ডফিল্ড) বাঞ্ছারিডানায় চলমান স্থানীয় অধিবাসীদের বিক্ষোভের কারনে রাজধানীর বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা বিপর্যয়ের মুখে পরেছে। বাঞ্ছারিডানার বাসিন্দাদের অভিযোগ সরকার তাদের গ্রামকে পরিচ্ছন্ন রাখার জন্য বিগত কয়েক বছরেও কোন ব্যবস্থা নেয়নি। বিক্ষোভকারীদের একজন বিশ্বাস ধুঙ্গানা জানিয়েছেন, গ্রামবাসীরা কাঠমান্ডু শহর থেকে আনা আবর্জনা বোঝাই ট্রাকগুলোকে প্রবেশ করতে দিচ্ছে না কারন সরকার বর্জ্য নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মানসহ সঠিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন উদ্দ্যোগ গ্রহণ করেনি। যার ফলে গত কয়েক বছর ধরে ল্যান্ডফিল্ডের আশাপাশের স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এবং গুরুতর অসুস্থ হয়ে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতাল যেতে হচ্ছে। চলমান পরিস্থিতিতে শিশু, নারীসহ স্থানীয় জনগনের জন্য এই পরিবেশ দিন দিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে। ধু